রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
স্বামী স্ত্রী উভয়কে টিপসগুলো মেনে চলার অনুরোধ।
১.সময়মত নামাজ আদায় করা।
২. স্বামী স্ত্রী একজন আরেকজনকে আল্লাহর বিধান, ইসলামী আদর্শ অনুযায়ী চলার জন্য অনুপ্রাণিত করা।
৩. উভয়েরই জীবনযাপনে পরিপুর্নভাবে ইসলামী হুকুম আহকাম মেনে চলা।
৪. সংসারের এবং জীবনের উন্নতির জন্য মহান আল্লাহর কাছে দোআ করা এবং তাওয়াক্কুল করা।
৫. সৌহার্দ্যপূর্ণ, কোমল এবং সুন্দর করে কথা বলা এবং সুন্দর আচরণ করা।
৬. সন্তান থাকলে তাকে ইসলামী আদর্শ অনুযায়ী মানুষ করা।
৭. রাগারাগি, কটুকথা বা তুইতুকারি পরিহার করা..
৮. স্বামী স্ত্রী উভয়েই সাংসারিক বিষয়ে এবং যে কোন বিষয়ে সুন্দর পরামর্শ এবং আলোচনা করা।
৯. স্ত্রীর পরিপূর্ন পর্দা করা এবং স্বামী, স্ত্রী উভয়ের চরিত্র হেফাজত করা।
১০. মিথ্যা পরিহার করা।
১১. স্বামীর শরীয়তসম্মত সিদ্ধান্তকে সম্মান করা যদি কোরআন হাদিসের ব্যত্যয় না ঘটে।
১২. মোবাইল ফোন এবং ইন্টারনেটে সকল অপ্রয়োজনীয় অনর্থক কাজ থেকে বিরত থাকা।
১৩. স্বামী-স্ত্রীর গোপনীয় বিষয়গুলো গোপন রাখা,
স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখা।
১৪. শশুর শাশুড়িকে শ্রদ্ধা ও মান্য করা, আলাদা থাকার চিন্তা না করা।
১৫.সকাল সন্ধ্যায় কোরআন তিলাওয়াত করা।
১৬. মোবাইলে অশ্লীল, কুরুচিপূর্ণ জিনিসসহ হারাম সবকিছু পরিহার করা। (গানবাজনা, টিকটক, লাইকিসহ আরও যা আছে সব পরিহার করা)।
১৭. স্বামীর অনুমতি ছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া।
১৮. তাক্বওয়া অবলম্বন, তাওবা ইস্তিগফার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, দান, দু'আ, ইবাদতের জন্য সময় বের করা। এ প্রত্যেকটার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়।
এছাড়া স্বামী এবং স্ত্রী উভয়ের ই আরও করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে বিভিন্ন ইসলামিক বই পড়বেন। অনেক উপকৃত হবেন, ইনশাআল্লাহ।
সম্পাদনায়: উজ্জ্বল প্রধান