রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
মেকআপ তোলার সহজ কিছু টিপস জেনে নিন-
১. নারিকেল তেল: চুলের চুড়া ভাঙতে তো নারিকেল তেল লাগবেই! এদফা নারিকেল তেলটা মুখেও ঘুষে নিতে থাকুন দুই আঙুল দিয়ে। হালকা ম্যাসাজের মত করে। এবার টিস্যু পেপার দিয়ে আলতো করে মুছে নিন মেকআপ! আর অবশ্যই পরে তো ফেইস ওয়াম ব্যবহার করতেই হবে। কিন্তু নারিকেল তেল কিন্তু মেকআপ তোলার সত্যি লুকানো রুস্তম!
২. ভেসেলিন: ব্যাগে ভেসলিন থাকবে না, এতো হতেই পারে না। ভেসেলিনের জেলি ভাব ত্বকের মেকআপ তুলতে সহায়তা করে! আবার ত্বকের ক্ষতিও করেনা। কারণ ভেসেলিন আসলেই ত্বকের আর্দ্রতা বজিয়ে রাখতে সহায়তা করে।
৩. লোশন: কিছুই না পেলে লোশন মেখে নিবেন! যেকোনও ময়েশ্চারাইজিং লোশন! ম্যাসাজের মত করে সারামুখে, চোখের উপর, ঠোটে লোশন লাগিয়ে এবার টিস্যু দিয়ে আলতো করে মেকআপ মুছে নিতে থাকুন! চট করে এভাবে মেকআপ তোলার আর কোনও বিকল্প নেই!