বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিল্কি চুলের টিপস

জীবন যাপন ডিসেম্বর ২৩, ২০২১, ১২:২৭ পিএম
সিল্কি চুলের টিপস

শীতের রুক্ষতায় ত্বকের পাশাপাশি নির্জীব হতে শুরু করেছে চুল। এ সময় চুল সিল্কি করতে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক বিভিন্ন উপাদানের উপর।
 
মেথি
মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন ব্লেন্ড করে নিন। নারকেল তেল ও ডিম মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল
ফ্রেশ অ্যালোভেরা জেল সংগ্রহ করে ব্লেন্ড করে নিন। খানিকটা পানি মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

কলা
কলা চটকে কিছুক্ষণ চুলে লাগিয়ে রেখে ভালো করে ধুয়ে নিন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে পরিষ্কার করে ফেলুন।

ডিম
ডিম ফেটিয়ে নারকেল তেল ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ভেষজ শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।

চায়ের লিকার
শ্যাম্পু শেষে চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে ফেললে চুল হবে ঝলমলে। লিকারে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

টক দই
টক দই ভালো করে ফেটিয়ে চুলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

তেলের মিশ্রণ
কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে গরম করে চুলে লাগান। ১ ঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

Side banner