শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‍‍`প্রজাতন্ত্রের কর্মচারির ২৪ ঘণ্টাই কর্মঘণ্টা‍‍`

জীবন যাপন ডিসেম্বর ২৩, ২০২১, ০৫:১০ পিএম
‍‍`প্রজাতন্ত্রের কর্মচারির ২৪ ঘণ্টাই কর্মঘণ্টা‍‍`

সরকারি কর্মচারি বা প্রজাতন্ত্রের কর্মচারি ২৪ ঘন্টাই সরকারি কাজে নিয়োজিত। সরকারি কাজে যে কোন সময়ই তাদের সদা প্রস্তুত থাকতে হবে। সরকার জনস্বার্থে আপনাকে যে কোন সময় কর্মে সচল রাখতে পারেন। তবে অনেকেই বলবেন তাহলে ৯-৫ টাকা ডিউটি উল্লিখিত থাকে কেন?

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনার কর্মঘন্টা ৮ ঘন্টা কারণ একজন মানুষ একাধারে ৮ ঘন্টার অধিক কর্মে মনোযোগ রাখতে পারবে না। তার ঘুম, গোসল, ব্যক্তিগত ও পারিবারিক সময়ের প্রয়োজন রয়েছে। একটি কমন বাক্য এখানে বলাই যায় যে, জীবনের জন্যই কর্ম, কর্মের জন্য জীবন নয়। 

আমরা যে সত্যিই বাংলাদেশে সরকারের সংবিধান ও বাংলাদেশ সার্ভিস রুলস এর বিধিগুলো মেনেই চাকরিতে চুক্তিবদ্ধ হয়েছি সে বিষয়টি আজ আমি পরিস্কার করা চেষ্টা করবো। জনস্বার্থে যে আমাদের যে কোন সময় সরকারি কর্মে যোগ দিতে হয় এবং ২৪ ঘন্টাই আমরা সরকারি কর্মে নিয়োজিত সেটিই ক্লিয়ার করার প্রয়াস চালাবো।

বাংলাদেশের সংবিধান
প্রথমেই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান- 1972 সনের নং আইন এর ২১ এর ২ নং অনুচ্ছেদে সকল সময়ই বা ২৪ ঘন্টাই আপনি কর্মে নিয়োজিত তা স্পষ্টাক্ষরে লিখা রয়েছে। আপনার জ্ঞাতার্থে অনুচ্ছেদটি হুবহু তুলে ধরা হল

Side banner