সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
২০২৬ সালের জন্য ব্যাংকিং খাতে ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর তফসিলি ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে। রোববার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে সার্কুলার জারি করে তালিকাটি দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
নতুন ঘোষণায় দেখা যায়, শবে বরাতের মাধ্যমে আগামী বছরের ছুটির সূচনা হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। একই মাসে ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও ছুটি থাকবে ব্যাংকগুলোতে।
মার্চ মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনকে কেন্দ্র করে দীর্ঘ ছুটি থাকবে। ১৭ মার্চ শবে কদর, এবং ১৯–২৩ মার্চ জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে দুদিন সাপ্তাহিক বন্ধও যুক্ত হয়েছে।
এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্যাংকগুলোতে নিয়মিত ছুটি থাকবে।
এপ্রিলের ছুটির তালিকায় রয়েছে—
জুন–ডিসেম্বর মাস পর্যন্ত ছুটিগুলো হলো—
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুসারে ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী—
আর ২০২৬ সালে তা বাড়িয়ে ২৮ দিন করা হলো।