রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

পদবি পরিবর্তনে প্রজ্ঞাপন জারি, সঙ্গে বেতন গ্রেড নিয়ে শর্ত

জীবন যাপন মার্চ ২২, ২০২২, ০১:১০ পিএম
পদবি পরিবর্তনে প্রজ্ঞাপন জারি, সঙ্গে বেতন গ্রেড নিয়ে শর্ত

মাঠ প্রশাসনের কর্মচারীদের পদবি পরিবর্তনে চূড়ান্ত সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।সোমবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আহমেদ কামরুল হাসানের সাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রনায়য়ের অর্থবিভাগ। 

প্রজ্ঞাপনে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের কর্মচারিদের বিভিন্ন পদের পদনাম পরিবর্তন করা হয়। 

প্রজ্ঞাপন অনুযাীয়অফিস সুপারিনটেনমেন্ট, সিএকাম উচ্চমান সহকারী ও সাঁটলিপি কাম কম্পিউটার অপারেটরের পরিবর্তিত পদের নাম হবে ‘উপ-প্রশাসনিক কর্মকর্তা’।
বেতন গ্রেড-১৩।

অপরদিকে, প্রধান সহকারী, ট্রেজারি হিসাব রক্ষক, সাঁটলিপি কাম কম্পিউটার অপারেটর, ও পরিসংখ্যান সহকারির পরিবর্তিত পদের নাম হবে সহকারী প্রশাসনিক কর্মকর্তা।
বেতন গ্রেড-১৪।

উচ্চমান সহকারীর পরিবর্তিত পদের নাম হবে উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা। বেতন গ্রেড-১৫।

প্রজ্ঞাপনে ৬টি শর্তও উল্লেখ করা হয়েছে।

১. পদনাম পরিবর্তিত হলেও বেতন গ্রেড পরিবর্তন করা যাবেন।
২. বিদ্যমান নিয়োগ বিধিতে প্রয়োজনীয় সংশোধনী জানয়ন করতে হবে।
৩. প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ করতে হবে।
৪. পদনাম পরিবর্তনের ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর সদয় অনুমোদন গ্রহণ করতে হবে।
৫. পরিবর্তিত পদসমূহের পদসংখ্যা বিদ্যমান পদসমূহের মোট পদসংখ্যার সমান হবে অর্থাৎ মোট পদসংখ্যার কোন হ্রাসবৃদ্ধি ঘটবে না। 
৬. সকল আনুষ্ঠানিকতার পর পদবী পরিবর্তনের ০৪ (চার) কপি জিও জারি করে পৃষ্ঠাংকনের জন্য অর্ধ বিভাগে প্রেরণ করতে হবে।

 

Side banner