মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিছিয়ে গেল প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল, নতুন তারিখ ঘোষণা

জীবন যাপন নভেম্বর ২৮, ২০২২, ০৫:২৬ পিএম
পিছিয়ে গেল প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল, নতুন তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করার কথা থাকলেও তা হচ্ছে না।

আগামী ১৪ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

তুহিন জানান, ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই এবং চূড়ান্ত করে ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য ফলাফল প্রকাশ করা হবে।

২০২০ সালের ২০ অক্টোবর ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেন। এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

Side banner