সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

এইচএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু ১০ ডিসেম্বর, কবে কোন জেলা

জীবন যাপন ডিসেম্বর ৮, ২০২৫, ১২:২৪ পিএম
এইচএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু ১০ ডিসেম্বর, কবে কোন জেলা

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট আগামী ১০ ডিসেম্বর থেকে বিতরণ শুরু করবে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার (৮ ডিসেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ থেকে ২২ ডিসেম্বর বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় এইচএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ট্রান্সক্রিপ্টে ভুল পাওয়া গেলে সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডে আবেদন করতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ ডিসেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলার, ১১ ডিসেম্বর নরসিংদী ও ফরিদপুর জেলার ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে। ১৪ ডিসেম্বর মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ, ১৫ ডিসেম্বর কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ, আর ১৭ ডিসেম্বর মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া ১৮ ডিসেম্বর রাজবাড়ী ও গোপালগঞ্জ, ২১ ডিসেম্বর গাজীপুর এবং ২২ ডিসেম্বর ঢাকা মহানগরীর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে।

 

Side banner