শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

এমপিও শিক্ষকরা যে ৭ দিন প্রণোদনাসহ জুলাইয়ের বেতন-ভাতা তুলতে পারবেন

জীবন যাপন আগস্ট ৩, ২০২৩, ০৩:২৩ পিএম
এমপিও শিক্ষকরা যে ৭ দিন প্রণোদনাসহ জুলাইয়ের বেতন-ভাতা তুলতে পারবেন

সরকারের ঘোষণা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতোই বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরাও (এমপিও) ৫ শতাংশ বিশেষ প্রণোদনাসহ জুলাই মাসের বেতন-ভাতা পেয়েছেন।

মঙ্গলবার (১ আগস্ট) এ বেতন-ভাতার আটটি চেক ছাড় করা হয়। তবে শিক্ষকরা বুধবার (২ আগস্ট) থেকে আগামী ৮ আগস্ট পর্যন্ত সময়ে বেতন-ভাতা তুলতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এমপিও হলো- মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার। প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে থাকে।

Side banner