বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

প্রস্রাবে জ্বালাপোড়া ও ব্যথা হয় যে কারণে

জীবন যাপন মে ৫, ২০২৩, ১০:১৫ পিএম
প্রস্রাবে জ্বালাপোড়া ও ব্যথা হয় যে কারণে

প্রস্রাবের সময় অনেকেরই জ্বালাপোড়া ও হালকা ব্যথা অনুভত হয়। তবে প্রায়ই এ সমস্যার কারণ কিন্তু মারাত্মক হতে পারে। অনেকেই এক্ষেত্রে ভেবে নেন তিনি প্রস্রাবের ইনফেকশনে বা ইউটিআইতে ভুগছেন।

তবে জানলে অবাক হবেন, প্রস্রাবের ইনফেকশন ছাড়াও জটিল কিছু রোগের কারণেও এ সমস্যা হতে পারে।

প্রস্রাবের সময় তীব্র ব্যথা হওয়াকে বিজ্ঞানের ভাষায় ডিসুরিয়া বলা হয়। এক্ষেত্রে প্রস্রাবের সময়ে তীব্র ব্যথা ও জ্বালা, যৌনাঙ্গ সংলগ্ন কোষগুলোতে চাপ অনুভূত হয়।

ব্যাকটেরিয়া সংক্রমণ ছাড়াও কয়েকটি কারণে প্রস্রাবের সময় এ সমস্যাগুলো হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালাভাব হয়-

>> অতিরিক্ত শুকনো খাবার খাওয়ার কারণে শরীরে পানির পরিমাণ কমে যায়। এক্ষেত্রে প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে।

>> বদহজমের কারণেও প্রস্রাবের সময় ব্যথা হতে পারে। খাবার যদি ঠিকমতো হজম না হয়, সেক্ষেত্রে এ সমস্যা দেখা দিতে পারে।

>> আবার মাত্রাতিরিক্ত মদ্যপান ডিসুরিয়ার অন্যতম কারণ।

>> এছাড়া অতিরিক্ত শরীরচর্চা করলেও প্রস্রাবের সময়ে জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে। এর কারণ হলো অতিরিক্ত ব্যায়ামে শরীরের অন্যান্য অংশের কোষে চাপ পড়ে। বাড়তি চাপের কারণে ব্যথা হতে পারে।

>> এই কারণগুলো ছাড়াও অন্য কোনো শারীরিক সমস্যা থাকলেও ডিসুরিয়ার সমস্যা হতে পারে। কিডনিতে পাথর হলে কিংবা যৌনরোগ হলেও প্রস্রাবের সময় জ্বালাবোধ হয়।

সূত্র: ওয়েব এমডি/ক্লিভল্যান্ড ক্লিনিক/হেলথলাইন

Side banner