বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? ওষুধ না খেয়েও ঘরে বসেই এই জটিল ও অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব—এমনই দাবি করেছেন পুষ্টিবিদ ও গ্যাস্ট্রো বিশেষজ্ঞরা।
তাদের মতে, অনিয়মিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি না খাওয়া, কম ফাইবারযুক্ত খাবার এবং নির্জীব জীবনধারা কোষ্ঠকাঠিন্যের বড় কারণ হলেও, একটি ফল নিয়মিত খেলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। আর সেই ফলটি হল কিউই।
ব্রিটিশ ডায়েটেটিক অ্যাসোসিয়েশনের (বিডিএ) সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে—৭৫টিরও বেশি ক্লিনিকাল ট্রায়ালে কিউই ফল কোষ্ঠকাঠিন্য নিরাময়ে উল্লেখযোগ্যভাবে কার্যকর প্রমাণিত হয়েছে।
কেন কিউই এত উপকারী?
ফলাফল কত দ্রুত মিলবে?
বিশেষজ্ঞরা জানান, যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য রয়েছে, তারা টানা ৭ দিন প্রতিদিন ২–৩টি কিউই খেলে স্পষ্ট পরিবর্তন দেখতে পাবেন। হজমশক্তি বাড়বে, পেট ফাঁপা কমবে এবং বাথরুমে যাওয়ার কষ্টও থাকবে না।
ওষুধ ছাড়াই প্রাকৃতিকভাবে সমস্যা দূর করতে চাইলে কিউই হতে পারে সবচেয়ে সহজ, নিরাপদ ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সমাধান—বলছেন বিশেষজ্ঞরা।