মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

ইকামা নবায়ন, ভিসা শর্ত এবং অভিবাসন নিয়ে কুয়েতের নতুন নিয়ম

জীবন যাপন নভেম্বর ২৪, ২০২৫, ০৬:১১ পিএম
ইকামা নবায়ন, ভিসা শর্ত এবং অভিবাসন নিয়ে কুয়েতের নতুন নিয়ম

কুয়েত ইকামা, ভিসা এবং অভিবাসন ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে। নতুন নীতিমালা অনুযায়ী ইকামা নবায়ন, ভিজিট ভিসার মেয়াদ, নির্ভরশীল ফি এবং নির্বাসন বিধি আরও কঠোর করা হয়েছে। বাংলাদেশসহ দেশটিতে বসবাসকারী সব বিদেশি নাগরিকের জন্য এসব পরিবর্তন তাৎক্ষণিকভাবে কার্যকর বলে জানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে কুয়েত সরকারের এসব নতুন নীতির বিস্তারিত তুলে ধরা হয়।

ইকামা নবায়নে আর পাসপোর্টের মেয়াদ নির্ভরযোগ্য নয়

কুয়েতের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ইকামার মেয়াদ পাসপোর্টের সাথে সংযুক্ত থাকবে না। অর্থাৎ পাসপোর্টের মেয়াদ কম হলেও ইকামা নবায়ন করা যাবে। তবে আবাসনের জন্য আবেদনকারীর পাসপোর্টে ন্যূনতম ছয় মাস বৈধতা অবশ্যই থাকতে হবে।

সাধারণ আবাসিক ইকামার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে। কুয়েতি নারী বা দেশটিতে সম্পত্তির মালিক বিদেশিদের সন্তানদের জন্য এই মেয়াদ ১০ বছর, আর বিনিয়োগকারীদের জন্য ১৫ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ইকামা নবায়নের ফিও বাড়ানো হয়েছে—

  • সরকারি–বেসরকারি খাতের কর্মী, ছাত্র ও ধর্মযাজকদের জন্য বার্ষিক নবায়ন ফি: ২০ দিনার
  • বিনিয়োগকারী ও রিয়েল–এস্টেট মালিকদের জন্য: ৫০ দিনার
  • স্ব–স্পন্সরশিপ (ধারা ২৪) ইকামার জন্য প্রথমবারের মতো ফি নির্ধারণ: ৫০০ দিনার

ভিজিট ভিসায় নতুন নিয়ম

  • নতুন নীতিমালায় ভিজিট ভিসার ফি সব ক্ষেত্রেই ১০ দিনার করা হয়েছে।
  • সাধারণ ভিজিট ভিসা: ৩ মাস, নবায়নের মাধ্যমে সর্বোচ্চ ১ বছর
  • মাল্টিপল এন্ট্রি ভিসা: ১ বছর, তবে প্রতিবার সর্বোচ্চ ৩০ দিন অবস্থান

আগের তুলনায় ভিজিট ভিসা থেকে ইকামায় রূপান্তরের সুযোগ আরও সহজ করা হয়েছে।
বিশেষ শর্তে—

  • সরকারি ভিজিট ভিসায় আসা বিশ্ববিদ্যালয় স্নাতক
  • অনুমোদিত পেশাজীবী
  • পারিবারিক ভিজিট ভিসায় আগত ব্যক্তিরা ইকামায় রূপান্তর করতে পারবেন।

পারিবারিক ভিসায় স্পন্সর করার জন্য ন্যূনতম বেতনসীমা ৮০০ দিনার। একই বেতনের শর্ত প্রবাসীর স্ত্রী–সন্তান স্পন্সর করতেও প্রযোজ্য। তবে শিক্ষক, প্রকৌশলী, নার্স, ইমাম, সাংবাদিক, ফার্মাসিস্ট, সরকারি গবেষক ও ক্রীড়া কোচসহ কিছু পেশা এই সীমাবদ্ধতা থেকে অব্যাহতি পেয়েছে।

নির্ভরশীল ফিতে ব্যাপক পরিবর্তন

নতুন ফি কাঠামো অনুযায়ী—

  • স্ত্রী/স্বামী ও সন্তানের জন্য: ২০ দিনার
  • বিনিয়োগকারী ও ধর্মযাজকদের পরিবারের সদস্য: ৪০ দিনার
  • স্ব–স্পন্সরদের পরিবারের সদস্য: ১০০ দিনার
  • পিতা-মাতা ও অন্যান্য নির্ভরশীল: ৩০০ দিনার (আগে ছিল ২০০)

গৃহকর্মী নিয়োগে সীমা ও বাড়তি খরচ

নতুন নীতিমালায় গৃহকর্মী নিয়োগে সীমা নির্ধারণ করা হয়েছে—

  • কুয়েতি পরিবার: ৩ থেকে ৫ জন
  • প্রবাসী পরিবার: সর্বোচ্চ ২ জন

ফিও ভিন্ন—

  • কুয়েতিদের জন্য গৃহকর্মী নবায়ন ফি: ১০ দিনার
  • প্রবাসীদের জন্য: ৫০ দিনার (অতিরিক্ত কর্মী নিলে আরও বেশি)

নির্বাসনের বিধান আরও কঠোর

ইকামা বৈধ থাকা সত্ত্বেও কয়েকটি ক্ষেত্রে প্রবাসীকে নির্বাসন করা হবে, যেমন—

  • আয়ের উৎস না থাকা
  • স্পন্সরের অনুমতি ছাড়া অন্যত্র কাজ করা
  • গুরুতর অপরাধে দণ্ডিত হওয়া
  • জননিরাপত্তা ও জনস্বার্থের কারণে মন্ত্রীর নির্দেশ

নতুন এসব আইন কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ওপরও বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Side banner