সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে অন্য সব আসনের মতো ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর) আসন নিয়ে নানা হিসাব-নিকাশ কষছেন রাজনৈতিক দলগুলো। আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েমের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করছে বলে জানিয়েছে সংগঠনটি।
রোববার (৭ ডিসেম্বর) ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে আলোচনার বিষয়ে ইত্তেফাককে তিনি বলেন, আমরা সাদিক কায়েমের বিষয়ে চেষ্টা করছি। আলাপ-আলোচনা করে একমত হওয়া গেলে আমরা ঘোষণা করবো ইনশা-আল্লাহ। পাশাপাশি তরুণ আরও যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে নিয়েও আলোচনা হচ্ছে।
এদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র সংগঠনটির কোনো নেতাকর্মীর নির্বাচন করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কেন্দ্রীয় শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ শনিবার (৬ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সাদিক কায়েম, ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন। এমন খবরের সত্যতা যাচাই করতে অনেকেই নক দিচ্ছেন। ইতিমধ্যে ২/১ জন সাংবাদিক এ ইস্যুতে ফেসবুকে পোস্টও করেছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দুদিন আগে মিডিয়াতে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।’
আজিজুর রহমান আজাদ বলেন, ‘আমরা আবারও বলছি—এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়নি। কেন্দ্রীয় সংগঠন নির্বাচন সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা অফিসিয়ালি জানিয়ে দেব, ইনশাআল্লাহ।’