সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
শেনজেন ভিসা দেওয়ার ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই বলে জানিয়েছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস।
সোমবার (৮ ডিসেম্বর) সুইডিশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, ‘সুইডেন দূতাবাসের মাইগ্রেশন বিভাগ স্পষ্ট করে জানাতে চায় যে, আমাদের সহযোগিতা কেবলমাত্র ভিএফএস গ্লোবালের সঙ্গে। আমরা শেনজেন ভিসা সংক্রান্ত অন্য কোনো ব্যবসা বা ব্যক্তির সঙ্গে সহযোগিতা করি না, এমনকি ভিএফএস গ্লোবালের একই প্রাঙ্গণে অবস্থিত প্রতিষ্ঠানগুলির সঙ্গেও।
শেনজেন ভিসা সংক্রান্ত আরও তথ্য পেতে ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।