মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

অনেক দেশে বাংলাদেশিদের ভিসা না পাওয়ার যত কারণ

জীবন যাপন নভেম্বর ২৯, ২০২৫, ০১:০২ পিএম
অনেক দেশে বাংলাদেশিদের ভিসা না পাওয়ার যত কারণ
বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা না পাওয়ার যত কারণ

বাংলাদেশের পাসপোর্টধারীরা বিভিন্ন দেশে ভিসা না পাওয়ার সমস্যায় পড়ছেন, যার কারণ হিসেবে বিশেষজ্ঞরা নেতিবাচক ভাবমূর্তি, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা, জঙ্গিবাদ, অবৈধ অভিবাসন এবং প্রতিবেশী দেশে ভিসা বন্ধ থাকা ইত্যাদি উল্লেখ করেছেন।

ডয়েচে ভেলের প্রতিবেদনে ভিসা প্রার্থীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। আর্কিটেক্ট মো. মারুফ হাসান জানিয়েছেন, ব্যাংকে উল্লেখযোগ্য অর্থ থাকা সত্ত্বেও কানাডা ও তুরস্কের দূতাবাস ভিসা দিচ্ছে না। সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ বলেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশে ভিসা বন্ধ থাকা আন্তর্জাতিকভাবে নেতিবাচক বার্তা দেয়।

অন্যদিকে, এমিরেটস এয়ারলাইন্সের কর্মকর্তা আজমাইন আশরাফ যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। স্বর্ণকুটির ডেভেলপারের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র নন্দী বলেন, তিনি বহু দেশ ভ্রমণ করেছেন, যথেষ্ট ব্যাংক ব্যালান্স দেখিয়েছেন, তবুও ভিসা দেননি।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে সুশাসনের অভাব, মানবপাচার ও অবৈধ অভিবাসনের খবর আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। রাফিউজ্জামান রাফি, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের সভাপতি, উল্লেখ করেন, ভারত, ইউএই, কাতার, ভিয়েতনাম, ওমান, কুয়েত, বাহারাইন প্রায় সব দেশে ভিসা বন্ধ, এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া, জাপানে সীমিত ভিসা দেওয়া হচ্ছে।

Side banner