বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকা–করাচি সরাসরি ৩টি ফ্লাইট চলবে, ভিসা প্রক্রিয়াও সহজ হলো

জীবন যাপন নভেম্বর ২৬, ২০২৫, ১০:৪১ এএম
ঢাকা–করাচি সরাসরি ৩টি ফ্লাইট চলবে, ভিসা প্রক্রিয়াও সহজ হলো
ঢাকা–করাচি সরাসরি ৩টি ফ্লাইট চলবে, ভিসা প্রক্রিয়াও সহজ হলো

আগামী ডিসেম্বর থেকেই ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান। বুধবার (২৬ নভেম্বর) পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য প্রকাশ করেছে।

হাইকমিশনার জানান, ইরানের মহান এয়ারলাইনস প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। এতে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ভিসা প্রক্রিয়া সহজ হয়েছে

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে। এলসিসিআই ও বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে মাত্র ৩–৪ দিনের মধ্যেই ভিসা ইস্যু করা হচ্ছে।
তার মতে, এই ব্যবস্থা ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ভ্রমণ আরও দ্রুত ও ঝামেলামুক্ত করবে।

বাণিজ্যে নতুন সম্ভাবনা

হাইকমিশনার ইকবাল হোসেন খান জানান— পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানি করতে পারে।

এ ছাড়াও টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির বড় সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।

আসছে সরাসরি কার্গো পরিবহন সেবা

গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম কার্গো পরিবহন চালু হয়। দুই দেশের ব্যবসায়ীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবার সরাসরি কার্গো পরিবহন সেবা চালুর পরিকল্পনা করা হচ্ছে, যা বাণিজ্য আরও গতিশীল করবে।

শিক্ষাখাতেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

হাইকমিশনার জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন শিগগিরই একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে পাঠাবে। ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সমন্বয়ে গঠিত এ দল বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়েই কাজ করবে।

Side banner