রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
খর্বকায়রা ইচ্ছা করলেই উচ্চতা বাড়াতে পারবেন না। তবে কিছু টিপস রয়েছে যা অনুসরণ করলে কিছুটা লম্বা দেখা যাবে তাদের। কিছু স্টাইলি পোশাক পরলে এবং কিছু কৌশল অবলম্বন করলে উচ্চতায় পরিবর্তন আনা যায়।
পাম্প শু ব্যবহার
পাম্প শু ছোট বা বড় পোশাকের সঙ্গে খুবই মানানসই। হালকা রঙের পাম্প শু আপনাকে লম্বা দেখাবে।
কালো, বাদামি, লাল ক্রপ টপস
ক্রপ টপস লম্বা দেখানোর একটি উপায়। তবে ক্রপ টপসের ক্ষেত্রে রং গুরুত্বপূর্ণ বিষয়। যেমন- কালো, বাদামি ও লালের সঙ্গে স্কিনিং জিন্স পড়লে আপনাকে আগের চেয়ে লম্বা দেখাবে।
চুল ছোট রাখুন
চুল ছোট করে কাটলে আপনাকে লম্বা দেখাবে। তবে আপনাকে ভি-নেকের কোনো জামা পরতে হবে।
বেইজ গোলাপি ও সাদা গাউন পরুন
বেইজ গোলাপি ও সাদা বা ল্যাভেন্ডারের মতো হালকা রঙের গাউন পরুন, এতে আপনাকে লম্বা দেখাবে।
সিল্ক শাড়ি পরুন
লম্বা দেখাতে সিল্ক শাড়ি পরুন। বিশেষ করে প্যাস্টেল কালারের শাড়িতে আপনাকে দেখাবে রাজকীয় ও সুন্দর। শাড়ির সঙ্গে মানানসই হিল জুতা পড়ুন। এবার নিজেই নিজের পার্থক্য বুঝে নিন।