বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অস্থায়ী মাস্টার রোল, চুক্তিভিত্তিক ও অ্যাডহকে নিয়োগ পেয়ে কর্মরত ২৬০ জন কর্মচারীকে চাকরিতে নিয়মিত (রাজস্বভুক্ত) করা হচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে খসড়া তালিকা প্রকাশ করেছে অধিদপ্তর।
রোববার (১৩ আগস্ট) বিকেলে অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নিম্নবর্ণিত গ্রেডের কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের লক্ষ্যে প্রাপ্ত আবেদন তথ্যছকে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেকের নামের পাশে তথ্য সঠিকভাবে লেখা হয়েছে কি না, তা যাচাইপূর্বক মন্তব্য কলামে আপত্তি ও অসম্পূর্ণতা উল্লেখ করা হয়েছে।
মন্তব্য কলামে চাওয়া প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আগামী ১০ কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
নিয়মিতকরণের তালিকায় থাকা কর্মচারীদের মধ্যে ১৫ জন কম্পিউটার অপারেটর অথবা ডাটা অ্যান্ট্রি অপারেটর (১৩-১৬তম গ্রেঢ), ৪৪ জন কর্মচারী (১৩-১৬তম গ্রেড), গাড়িচালক ৯ জন (১৫-১৬তম গ্রেড), ১৮২ জন কর্মচারী (১৯-২০ গ্রেড) ও কর্মচারী (সিসিএম) ১০ জন (২০তম গ্রেড)।
তালিকায় থাকা ২৬০ কর্মচারীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন।