রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
ক্যাকটাস বা সাকুলেন্ট ধরনের গাছ অতিরিক্ত পানির কারণে মারা যায়। কারণ এগুলো মরুভূমির গাছ, অর্থাৎ এদের পানি প্রয়োজন হয় খুব কম। সাকুলেন্টের যত্ন সম্পর্কে জেনে নিন দরকারি কিছু টিপস।
>>> ক্যাকটাস গাছে সপ্তাহে একদিন সামান্য পানি দিন। এগুলো সাধারণত পানি জমিয়ে রাখে। দেখা যায় অনেক সময় উপরের অংশের মাটি শুকনা থাকলেও নিচের অংশের মাটি ভেজা থাকে। এমন অবস্থায় আবার পানি দিলে গাছের শিকড় পচে যায়। চাইলে দশদিনে একবার পানিও দিতে পারেন। তবে অতিরিক্ত পানি দেবেন না কোনোভাবেই।
>>> সাকুলেন্ট ধরনের গাছ রোদ পছন্দ করে। তাই এগুলো এমন স্থানে রাখুন যেখানে অন্তত দুই ঘণ্টা সরাসরি রোদ পড়ে।
>>> গাছের রঙ বা পাতার রঙ বদলে গেলে বুঝবেন প্রয়োজনের অতিরিক্ত পানি দিচ্ছেন গাছে।
>>> আঠালো ধরনের মাটিতে রাখবেন না ক্যাকটাস বা সাকুলেন্ট। বালি মেশানো ঝরঝরে মাটিতে লাগান এই ধরনের গাছ।
>>> পোকা আক্রমণ করলে পানিতে নিম অয়েল মিশিয়ে স্প্রে করে দিন।